IVF Bangladeshএনডোমেট্রীয়সিস (Endometriosis) বাংলাদেশে মহিলা বন্ধাত্বের অন্যতম প্রধান কারণ| গর্ভধারণ করতে না পারা, মাসিকের সময় তলপেটে প্রচন্ড ব্যথা হওয়া এবং স্বামীর সাথে সহবাসে ব্যথা অনুভব করা এই এনডোমেট্রীয়সিস (Endometriosis) রোগের প্রধান লক্ষণ|
কেন এনডোমেট্রীয়সিস (Endometriosis) হয়?
Uterus বা জরাযুর ভেতরের আবরণকে বলা হয় এনডোমেট্রিআম (Endometrium) যা নারী হরমনের এর প্রভাবে প্রতিমাসে একবার ভেঙ্গে পরে । এনডোমেট্রীয়সিস এ কোনো কারণে কিছু এন্ডোমেট্রিয়াল টিসু জরাযুর বাইরে প্রধানত ওভারী বা ডিম্বাশয়ে চলে যায় কিন্তু তা নারী হরমোনের প্রভাবেই থেকে যায়|জরাযুর ভেতরের কোষ গুলো ভেঙ্গে গেলে নীচের vagina বা মাসিকের পথ দিয়ে মাসিক আকারে বেরিয়ে যায় । কিণ্তু ওভারিতে যে কোষগুলো থাকে তা ভেঙ্গে গিয়ে রক্তপাত হয় এবং বের হয়ে যাবার কোনো পথ না থাকায় তা ওভারিতে জমতে থাকে । প্রতি মাসিকের সাথে সাথে রক্ত গুলো জমে ওভারিতে সিস্ট তৈরি করে যাকে আমরা বলি চকলেট সিস্ট (Chocolate Cyst)। স্বভাবতই দিন গড়ানোর সাথে সাথে চকলেট সিস্ট এর আকার ও বড় হতে থাকে। সাধারণত চকলেট সিস্ট এর আকার বৃদ্ধির সাথে সাথে রোগের লক্ষণ গুলোর তীব্রতা ও বাড়তে থাকে আর মেয়েটির গর্ভধারণের সম্ভাবনাও কমতে থাকে|
To be continued (চলবে)…

Leave a Reply

Your email address will not be published.