সাফল্যের কাহিনী: ১৫৮
মা: ফাহমিদা কানিজ দম্পতি (অনুমতিক্রমে) ও তাদের যমজ বাচ্চা , যিনি দীর্ঘ দিন নিঃসন্তান থাকার পর গর্ভধারণ করেছিলেন।
কেস হিস্ট্রি: আমার এই রোগীর মাসিক খুবই অনিয়মিত ছিল । ট্রান্সভ্যাজাইনাল সনোগ্রাফি দ্বারা মহিলা পলিসিস্টিক ওভারি সিনড্রম (PCOS)-এর রোগী বলে সনাক্ত করি। লেট্রোজোল এবং রিকম্বিন্যান্ট গোনাডোট্রফিন দ্বারা তার ওভুলেসান ঘটানো হয় এবং চিকিতসার পর তিনি দীর্ঘ পাচ বছর নিঃসন্তান থাকার পর গর্ভধারণ করেছিলেন।বর্তমানে ওই যমজ বাচ্চাদের বয়স নয় মাস।এই দম্পতি আমাকে বিরল ভাবে সম্মানিত করেছেন আমার নামের সাথে মিল রেখে বাচ্চা দুটির নাম রেখে
ফাহমিদা কানিজ দম্পতি তাদের যমজ বাচ্চা দুটিকে নিয়ে আমার কাছে এসেছিল সৌজন্য সাক্ষাতের জন্য। সে মূহুর্তে ছবিটি তোলা। আপনারা সবাই তাদের জন্য দোআ করবেন।
Sir Ame beya koresi 12bosor amader kono sontan hoy nay .somosata amr.bejer sate Sepon Behring hoy na.odokosi(becete)Sepon toyre hoy.ame akhane tes kore Selma .2mas pore desh asbo sutete.jude apnar addes amake jan onek upokar hone. doya kore janaben Ame ki korbo?ame Kuwait ase?
ইনফার্টিলিটি সেন্টার, ব্লক A ,রুম ৩১৪
আনোয়ার খান মডার্ন হাসপাতাল
রোড ৮, ধানমন্ডি।
সিরিয়াল: ০১৭৯৪-৬৩১২২২