সাফল্যের কাহিনী: ১৯৭
বাচ্চার নাম: অজ্ঞাত,
বাচ্চার বয়স: সদ্যোজাত।
মা: আফরিন রহমান প্রমি (অনুমতিক্রমে) , যিনি দীর্ঘ সাত বছর নিঃসন্তান থাকার পর গর্ভধারণ করেছেন।
কেস হিস্ট্রি: আমার এই রোগীর উভয় ওভারিতে বড় আকারের চকলেট সিস্ট ছিল। লাপারস্কপিক পদ্ধতিতে সিস্ট গুলো অপসারণ করা হয়। লাপারস্কপির পরবর্তী মাস হতে তাকে ডিম্বানু তৈরির ঔষধ দেয়া হয় এবং ট্রান্সভ্যাজাইনাল সনোগ্রাফি দ্বারা ঔষধ এর মাত্রা ঠিক করা হয় এবং ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেসান (I.U.I) করা হয় । সৌভাগ্যক্রমে তিনি লাপারস্কপির ছয় মাসের পর তিনি দীর্ঘ সাত বছর নিঃসন্তান থাকার পর গর্ভধারণ করেছিলেন।
Sir,apnar success story shune valoi laglo.amr bhai bhabi goto 7years kono baby hocce na.prob ta bhaiyar.