সাফল্যের কাহিনী: ২৩০
বাচ্চার নাম: অজ্ঞাত
বাচ্চার বয়স: সদ্যোজাত
মা: কাজল রেখা (অনুমতিক্রমে) , যিনি দীর্ঘ নয় বছর বন্ধ্যাত্বের পর সন্তানলাভ করেছেন।
কেস হিস্ট্রি: আমার এই রোগীর ডান দিকের ওভারিতে বড় আকারের দুটি চকলেট সিস্ট ছিল। লাপারস্কপিক পদ্ধতিতে সিস্ট গুলো অপসারণ করা হয়। লাপারস্কপির পরবর্তী মাস হতে তাকে ডিম্বানু তৈরির ঔষধ দেয়া হয় এবং ট্রান্সভ্যাজাইনাল সনোগ্রাফি দ্বারা ঔষধ এর মাত্রা ঠিক করা হয়। সৌভাগ্যক্রমে তিনি লাপারস্কপির মাত্র দুই মাসের পর তিনি দীর্ঘ নয় বছর নিঃসন্তান থাকার পর গর্ভধারণ করেছিলেন।