সাফল্যের কাহিনী: ৩৭১
বাচ্চার নাম: অজ্ঞাত
বাচ্চার বয়স: দুই দিন
মা: তসলিমা , যিনি দীর্ঘ নয় বছর নিঃসন্তান থাকার পর গর্ভধারণ করেছিলেন।
কেস হিস্ট্রি: আমার এই রোগীর জরায়ুতে, ওভারিগুলোতে, এমনকি ওভুলেসানেও কোনো সমস্যা ছিল না। কিন্তু তার স্বামীর সিমেন/বীর্য বিশ্লেষণে শুক্রানুর সংখা (Oligospermia ) এবং গতিশীলতা (asthenospermia) উভয় ই কম ছিল। উপরন্তু তার স্বামী ছিলেন প্রবাসী এবং তিনি মাত্র তিন মাসের জন্য দেশে এসেছিলেন। তাই এই সমস্যা সমাধানের লক্ষ্যে রোগীকে ডিম্বানু তৈরীর ঔষধ দেয়া হয় এবং ট্রান্স ভাজিইনাল সনোগ্রাফির সাহায্যে পরিনত ডিম্বানু আসার পর ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেসান (I.U.I) করা হয় । সৌভাগ্যক্রমে প্রথম ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেসান (I.U.I) সাইকেল এ তিনি দীর্ঘ নয় বছর নিঃসন্তান থাকার পর গর্ভধারণ করেছিলেন।