সাফল্যের কাহিনী: ৩৭৮
বাচ্চার নাম: অজ্ঞাত
বাচ্চার বয়স: দুই দিন
মা: সৌভাগ্যবতী শামীমা ইয়াসমিন , যিনি দীর্ঘ দিন নিঃসন্তান থাকার পর সন্তান লাভ করেন।
কেস হিস্ট্রি: আমার এই রোগীর জরায়ুতে, ওভারিগুলোতে, এমনকি ওভুলেসানেও কোনো সমস্যা ছিল না।শামীমা আগেও তিনবার গর্ভধারণ করেছিলেন কিন্তু প্রতিবার ই ১২ সপ্তাহের সময় তার বাচ্চাগুলো গর্ভপাত/abortion (Recurrent pregnancy loss) হয়ে যাচ্ছিল। এরপর আর তার বাচ্চা হচ্ছিল না ।তাই এই সমস্যা সমাধানের লক্ষ্যে রোগীকে ডিম্বানু তৈরীর ঔষধ দেয়া হয় এবং ট্রান্স ভাজিইনাল সনোগ্রাফির সাহায্যে পরিনত ডিম্বানু আসার তিনি দীর্ঘদিন পর গর্ভধারণ করেছিলেন।গর্ভধারনে পর এবার তাকে ঔষধ এবং সম্পূর্ণ বিশ্রাম সহ অনেক প্রকার সাবধানতা অবলম্বন করতে হয়। শামীমা আমার প্রতিটা উপদেশ অক্ষরে অক্ষরে পালন করে। আমি তাকে ৩৮ সপ্তাহ পর্যন্ত নিয়ে যাতে পারি এবং আল্লাহর অসীম রহমতে সেজারিয়ান অপারেশন এর মাধ্যমে শামিমা তার সুস্থ্য নবজাত শিশু কে নিয়ে বাসায় যেতে পারে। আপনারা সবাই তাদের জন্য দোআ করবেন।