সাফল্যের কাহিনী: ৪০৭
বাচ্চার নাম: অজ্ঞাত
বাচ্চার বয়স: সদ্যোজাত
মা: দিল আফরোজ রাখী, যিনি দীর্ঘ দিন নিঃসন্তান থাকার পর সন্তানলাভ করেছেন।
কেস হিস্ট্রি: আমার এই রোগীর মাসিক নিয়মিত ছিল এবং ওজোন বেড়ে যাচ্ছিল। ট্রান্সভ্যাজাইনাল সনোগ্রাফি দ্বারা মহিলা পলিসিস্টিক ওভারি সিনড্রম (PCOS)-এর রোগী বলে সনাক্ত করি। লেট্রোজোল এবং রিকম্বিন্যান্ট গোনাডোট্রফিন দ্বারা তার ওভুলেসান ঘটানো হয়।চিকিতসার পর তিনি দীর্ঘ দিন নিঃসন্তান থাকার পর গর্ভধারণ করেছিলেন।৩৬ সপ্তাহে তার amniotic fluid এর পরিমান অস্বাভাবিক কমে যাওয়ায় সিজারিয়ান অপারেশন এর মাধ্যমে রাখীর সন্তান ভূমিষ্ঠ হয়।রাখী এবং তার বাচ্চাদের জন্য আপনারা সবাই অনুগ্রহ পূর্বক দোআ করবেন।