সাফল্যের কাহিনী : ৪৬৯
বাচ্চার নাম: অজ্ঞাত
বাচ্চার বয়স: ১ মাস
মা: শিখা সরকার , যিনি দীর্ঘ সাত বছর নিঃসন্তান থাকার পর গর্ভধারণ করেছিলেন।
কেস হিস্ট্রি: আমার এই রোগীর জরায়ুতে, ওভারিগুলোতে, এমনকি ওভুলেসানেও কোনো সমস্যা ছিল না। তাই, তার ফ্যালোপিয়ান টিউবের অবস্থা জানার জন্য ল্যাপারস্কোপি করার সিদ্ধান্ত নেয়া হয়। ল্যাপারস্কোপির সময় উভয় টিউব থেকে মিউকাস প্লাগ বেরিয়ে আসে এবং টিউবগুলো খোলা সম্ভব হয়। ল্যাপারস্কোপির পর ডিম্বানু তৈরীর ঔষধ দেয়া হয় এবং ট্রান্সভ্যাজাইনাল সনোগ্রাফির সাহায্যে পরিণত ডিম্বানু তৈরী করা হয় । সৌভাগ্যক্রমে, এই ল্যাপারস্কোপির চার মাস পরই তিনি সাত বছর নিঃসন্তান থাকার পর গর্ভধারণ করেছিলেন।