সাফল্যের কাহিনী: ৪৮০বাচ্চার নাম: অজ্ঞাতবাচ্চার বয়স: ৭ দিন মা: সুলতানা রাজিয়াকেস হিস্ট্রি: আমার এই রোগী আমার কাছে আসার পূর্বেও তিনবার গর্ভধারণ করেছিলেন। দুর্ভাগ্যবশত তার ৪/৫ মাসে বাচ্চাগুলো abortion হয়ে গিয়েছিল।এরপর আর তার দীর্ঘদিন বাচ্চা হচ্ছিল না।আমি তাকে ডিম্বানু তৈরীর ঔষধ দেই এবং TVS মনিটরিং এর মাধ্যমে তার পরিনত ডিম্বানু তৈরী করা হয় ।এইবার রাজিয়া গর্ভধারণ করার পর ১৪ সপ্তাহে তার জরায়ুর মুখ (Cervix) টি MacDonald suture এর মাধ্যমে বেধে দেই। ৩৭ সপ্তাহে সিজারিয়ান অপারেশন এর মাধ্যমে রাজিয়ার সন্তান ভূমিষ্ঠ হয়।রাজিয়া এবং তার বাচ্চার জন্য আপনারা সবাই অনুগ্রহ পূর্বক দোআ করবেন।