সাফল্যের কাহিনী: ২২৫
মা: সীমা ও তার মেয়ে, যিনি দীর্ঘ দিন নিঃসন্তান থাকার পর গর্ভধারণ করেছিলেন।
কেস হিস্ট্রি: আমার এই রোগীর মাসিক খুবই অনিয়মিত ছিল এবং ওজোন বেড়ে যাচ্ছিল। ট্রান্সভ্যাজাইনাল সনোগ্রাফি দ্বারা মহিলা পলিসিস্টিক ওভারি সিনড্রম (PCOS)-এর রোগী বলে সনাক্ত করি। লেট্রোজোল এবং রিকম্বিন্যান্ট গোনাডোট্রফিন দ্বারা তার ওভুলেসান ঘটানো হয়।চিকিতসার পর তিনি দীর্ঘ দিন নিঃসন্তান থাকার পর গর্ভধারণ করেছিলেন।বর্তমানে ওই বাচ্চার বয়স দুই বছর সাত মাস।
সীমা তার মেয়েটিকে নিয়ে আমার কাছে এসেছিল সৌজন্য সাক্ষাত এর জন্য। সে মূহুর্তে ছবিটি তোলা।