সাফল্যের কাহিনী: ১১০
বিষয়: যমজ বাচ্চা ধারণকারী দুটি প্রেগন্যান্সি স্যাকের ট্রান্সভ্যাজাইনাল সনোগ্রাফিক ইমেজ যাদের গর্ভকালীন বয়স দশ সপ্তাহ।
আমার এই রোগী তিন বছরের বন্ধ্যাত্বের পর সন্তানসম্ভবা হয়েছেন। ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেসান (I.U.I) এবং ওভুলেশন ইনডাকশানের মাধ্যমে এই প্রেগন্যান্সি ঘটানো হয়। এই মহিলার স্বামী বিদেশে বসবাস করেন, যিনি মাত্র দুই মাসের জন্য বাংলাদেশে এসেছিলেন। তাই, সাফল্যের হার বৃদ্ধির জন্য আই.ইউ.আই করা হয়েছিল এবং সৌভাগ্যক্রমে তিনি যমজ বাচ্চা ধারণ করেন।
Success Stories 110
Subject: Transvaginal Sonographic (TVS) image of Twin pregnancy sac of 10 weeks gestation
Mother: Julia Akhter, a patient who conceived following Ovulation Induction followed by Intrauterine Insemination (IUI) after 3 years of infertility. Her husband lives abroad, came to Bangladesh for only 2 months. So, IUI was done to increase the success rate and luckily she conceived with Twins!!
I feel happy when i see this kind of success.
Thank You Nusrat….please pray for my patients
It is a Great success in medical science i think ! I’m very happy! Congrats!
Thank you…please pray for my patients